জামিন নিয়েই আদালতের বারান্দায় বাদীকে হুমকি দেয়ায় আসামিদের সাজা


বিচারাধীন একটি মামলায় আসামিরা আদালত থেকে জামিন নেওয়ার পরপর এজলাসের বারান্দায় গিয়ে মামলার বাদীকে হমকি প্রদান ও মারধর চেষ্টার ঘটনায় আসামিদের সাজা দিলেন বিচারক।

আজ বুধবার (৮ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. জুনাইদ তাৎক্ষনিকভাবে অপরাধ আমলে নিয়ে অভিযোগ গঠনপূর্বক সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ধামরাই মঙ্গলবাড়ী গ্রামের কয়েকজনকে আসামি করে একই এলাকার কৃষক মো. বজলুর রশিদ সিআর. ৬০৬/২৩ নং মামলা করেন। উক্ত মামলায় পাঁচজন আসামি আজকে হাজির হয়ে জামিনের আবেদন করলে সকল অভিযোগ জামিনযোগ্য হওয়ায় আদালত আসামিরদের জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের পর পর ৩ নম্বর আসামি মাসুদ ও তার ভাই মো শহিদুল্লাহ কোর্টের বারান্দায় গিয়ে বাদীর উপর চড়াও হয় এবং তাকে হমকি দেয়।

বিষয়টি উপস্থিত বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষনিকভাবে অপরাধটি আমলে নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আসামি মো. মাসুদ রানা ও মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অপরাধের অভিযোগ গঠন করে তাৎক্ষনিক সাক্ষ্যগ্রহণ শেষে সাজার রায় প্রদান করেন।

আসামীগণ তাদের আইনজীবীর মাধ্যমে আদালতের নিকট দোষ স্বীকারপূর্বক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত প্রত্যেক আসামীকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *