জামিনে মুক্ত সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর


উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। গত বছরের ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।

সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থিরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *