ছেলেকে আদালতে সোপর্দ মা-বাবার, জেল


ফরিদপুরের সালথা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তার মা-বাবা। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান গত রোববার (৬ অক্টোবর) এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত তরুণের নাম সবুজ তালুকদার (২৩)। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।

জানা যায়, সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই মা-বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়াত। এমনকি মা-বাবাকে মারধরও করত।

ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রোববার ইউএনওর কাছে লিখিত আবেদন করেন মঙ্গল তালুকদার। দুপুরে ভ্রাম্যমাণ আদালত সবুজকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও বলেন, মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে সবুজকে আটক করা হয়। এ সময় সবুজ মাদকসেবনের কথা স্বীকার করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *