ঘুষ ছাড়া হচ্ছে না দলিল রেজিস্ট্রেশন, ব্যবস্থা চেয়ে আইনজীবী সমিতির আবেদন


চট্টগ্রামে কর্মরত যেসব সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বদলি করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নূর ইসলাম বরাবর গত ২৬ ডিসেম্বর এ আবেদন জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে আইন উপদেষ্টা, ভূমি উপদেষ্টা ও সচিব বরাবর।

এতে বলা হয়েছে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম জেলায় প্রতিদিন অনেক দলিলের রেজিস্ট্রেশন সম্পাদিত হয়। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে বিচারপ্রার্থী জনগণ, আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিকট হয়রানির শিকার হচ্ছেন।

দলিল রেজিস্ট্রেশনে সরকার নির্ধারিত ফি ছাড়াও সাব রেজিস্ট্রি অফিসে মোটা অংকের ঘুষ প্রদান না করলে দলিলের রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে না। ফলে দলিল রেজিস্ট্রেশনে বিচারপ্রার্থী জনগণকে ভোগান্তির শিকার হতে হয়।

এছাড়া দলিল রেজিস্ট্রেশনে বিলম্বের কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় চট্টগ্রামে কর্মরত যেসব সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বদলি করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে আবেদনে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *