গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের ২০০ কোটি টাকার মানহানি মামলা


ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের এক গ্রাহকের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে ২০০ কোটি টাকা দাবি করেছে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গত মঙ্গলবার (৪ মার্চ) এ মামলা দায়ের করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবিএল জানিয়েছে, আদালত মামলাটি আমলে নিয়ে গ্রাহক মো. মোর্তোজা আলীর বিরুদ্ধে সমন জারি করেছে।

ব্যাংকটি জানিয়েছে, চাঁদগাও ব্রাঞ্চের গ্রাহক মোর্তোজা আলী অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সম্প্রতি চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের জন্য পিটিশন জমা দেয়।

ইবিএল-এর ভাষ্যমতে, ‘পিটিশনে ভিত্তিহীনভাবে ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পিটিশনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। এর ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং ব্যাংকের ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ক্ষতিপূরণ হিসেবে মোর্তোজা আলীর বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংক মানহানির মামলাটি দায়ের করেছে।’

ব্যাংকটি আরও জানায়, তারা তাদের গ্রাহকদের স্বার্থ ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *