গাড়ি থামিয়ে মামলা, শাস্তি পেলেন সার্জেন্ট


রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় গত ২২ জুন মতিঝিল ট্র্যাফিক জোনে কর্মরত সার্জেন্ট মুহাম্মদ নাঈম একটি গাড়ির বিরুদ্ধে মামলা করেন। নিয়ম অনুযায়ী মামলার ডকুমেন্ট প্রসিকিউশন শাখায় জমা দেওয়ার নির্দেশ থাকলেও অদ্যাবধি তিনি তা দেননি। যার কারণে তাকে লঘুদণ্ড হিসেবে ‘১০ দিনের বেতনের সমপরিমাণ অর্থ কর্তন’ করে শাস্তি দেওয়া হয়েছে।

গত সোমবার (৮ জুলাই) এক আদেশে তাকে এ সাজা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মতিঝিল বিভাগ।

আদেশে বলা হয়েছে, মতিঝিল ট্র্যাফিক জোনে কর্মরত সার্জেন্ট মুহাম্মদ নাঈম, গত ২২ জুন বঙ্গবন্ধু স্কয়ারে ডিউটি চলাকালীন ঢাকা মেট্রো-৮-১৩-৭৫৪৪ নং গাড়ির বিরুদ্ধে মামলা করেন। বিধি মোতাবেক মামলার ডকুমেন্ট প্রসিকিউশন শাখা, ট্র্যাফিক মতিঝিল বিভাগ, ডিএমপি, ঢাকায় জমা দেওয়ার নির্দেশ থাকলেও অদ্যাবধি তিনি তা প্রদান করেননি। এ সংক্রান্ত ইতোপূর্বে প্রেরিত নির্দেশনাও অনুসরণ করেননি।

আদেশে আরও বলা হয়, গাড়ির মালিক ৮ জুলাই মামলা নিষ্পত্তি করতে আসলে তাকে দীর্ঘ সময় ট্র্যাফিক অফিসে কালক্ষেপণ করতে হয়। এসব কার্যকলাপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০০৬ এর ৩ (ক) উপবিধি মতে কর্তব্য অবহেলা ও শৃঙ্খলা পরিপন্থি কাজের শামিল বিধায় একই বিধিমালার ৪ (ক) (২) উপবিধি মোতাবেক তাকে লঘুদণ্ড হিসেবে ‘১০ দিনের বেতনের সমপরিমাণ অর্থ কর্তন’ করা হলো।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *