গাইবান্ধার আদালতে অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মতবিনিময় সভা


গাইবান্ধার আদালত প্রাঙ্গণ থেকে অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় ‘আইনজীবী-ল ক্লার্ক ও বিচারপ্রার্থী জনগণ গাইবান্ধা’র উদ্যোগে বার ভবনের ৩য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সরওয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে মত বিনিময় সভায় গত ২২ আগস্টের মানববন্ধন-সমাবেশের পর্যালোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন আইনজীবী মোঃ সাঈদ আল আসাদ, মোঃ মাহবুবুর রহমান মন্জু, মোস্তাফিজুর রহমান, মোঃ সোয়াইব আহমেদ, মোঃ রবিউল ইসলাম রুবেল, নাফিউল ইসলাম জিমি, আব্দুর রশিদ, আফরিন আকতার নিভা, লুৎফুন্নাহার সবিতা, নিলুফার ইয়াসমিন শিল্পী, মোঃ জাহিদ মিয়া, মোঃ শাকিল আহমেদ এবং বিচারপ্রার্থী এ এস এম মনিরুজ্জামান সবুজ প্রমুখ।

বক্তাগণ বলেন কোর্ট প্রাঙ্গণে ঘুষ-দুর্নীতি-অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করাসহ স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত ও বিচারপ্রার্থী জনগণকে হয়রানি বন্ধ, নির্দিষ্ট সময় অনুযায়ী মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

এছাড়া আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সংগত আন্দোলন কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *