‘খায়রুল হক প্রধান বিচারপতি শব্দটাকে অপমান করেছেন’


গণতন্ত্র হত্যা করে দেশে স্বৈরশাসনের পথ তৈরি করে দেওয়ার জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ দাবি করেন।

কায়সার কামাল বলেন, গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনা ও এবিএম খায়রুল হক সমানভাবে অপরাধী। তাদের দুজনের বিচারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। এটাই আইনজীবী সমাজের দাবি।

তিনি বলেন, এই এবিএম খায়রুল হককে অনেকে সাবেক প্রধান বিচারপতিও বলতে চান না। প্রধান বিচারপতি শব্দটাকে তিনি অপমান করেছেন। গণতন্ত্রকে হত্যা করে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন এই খায়রুল হক। বিচারপতি নামের কলঙ্ক এবিএম খায়রুল হককে বিচারের মুখোমুখি করতেই হবে, যেন খায়রুল হকের মতো আর কুলাঙ্গার বিচারপতির জন্ম না হয়।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *