খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির আত্মপ্রকাশ, সভাপতি জসিম সম্পাদক মোফাজ্জল


খাগড়াছড়িতে কর আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করেছে। ঢাকা ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং খাগড়াছড়িতে কর্মরত আয়কর আইনজীবীদের নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) শহরের একটি বেসরকারি রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়।

সভায় উপস্থিত সকল আয়কর আইনজীবীদের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারকে সভাপতি ও অ্যাডভোকেট মোফাজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি কর আইনজীবী সমিতি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো শাহজাহান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো রবিউল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল আল মামুন, লাইব্রেরি ম্যাগাজিন ও আইটি সম্পাদক অ্যাডভোকেট মো. সোলাইমান চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আফসার হোসেন রনি ও অ্যাডভোকেট কাওসার আলী।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *