ক্ষমা চেয়ে পার পেলেন আইনজীবী, চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ


আসামিদের নাম-পরিচয়ে ভিন্ন দুই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। এরপর জামিন আবেদন করা হয়। আদালত দুই আসামিকে জামিন দেন। এভাবে প্রতারণার মাধ্যমে বিদেশে থাকা দুই আসামির জামিনের ঘটনায় এক আইনজীবীর সহকারীসহ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

লক্ষ্মীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (রামগঞ্জ) বিচারক মোহাম্মদ ইসমাইল বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ নির্দেশ দেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আইনজীবীর সহকারী আবুল কাসেম, জামিন নেওয়া দুই আসামি মো. সাইফুল ও মো. ফরহাদ এবং আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনার সঙ্গে যুক্ত আইনজীবী লুৎফুর রহমান আদালতে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। এতে আদালত তাঁকে অব্যাহতি দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বাদী হয়ে সদর আদালতে মামলাটি দায়ের করবেন।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মারামারি ও হত্যাচেষ্টার মামলার দুই আসামি বিদেশে রয়েছেন। অথচ গত ৬ নভেম্বর প্রতারণার মাধ্যমে তাঁদের জামিন করানো হয়। গত ৮ ডিসেম্বর প্রতারণার এ বিষয়টি নিয়ে ওই মামলার বাদী শামছুর নেছা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *