কুষ্টিয়ায় সুপ্রিম কোর্টের বিচারকের নামে অনুমোদন পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়


কুষ্টিয়া জেলায় ‘জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল সরকার। এ নিয়ে সব মিলিয়ে কুষ্টিয়াতে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংখ্যা দাঁড়ালো তিনটিতে।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবরটি নিশ্চিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের সামারি ফাইলটি অনুমোদন পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাস্টিস আবু জাফর সিদ্দিকীর নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হতে চলেছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত আছেন স্থানীয় উদ্যোক্তাবৃন্দসহ দেশের নানা পর্যায়ের সফল তরুণ পেশাজীবীবৃন্দ।

বিগত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভিজিট করে রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টের আলোকে বিশ্ববিদ্যালয়টি অনুমতি পাচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রধান উদ্যোক্তা তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর জানান ‘আমরাও শুনেছি বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুমোদন পেয়েছে। তবে অফিশিয়ালি আমরা যেহেতু এখনো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাইনি, তাই অনুমোদন বিষয়ে অফিশিয়ালি কিছু বলতে পারছি না। আমরা আমাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। অনুমোদনের চিঠি হাতে আসা মাত্রই পাঠদানসহ অন্যান্য বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

সুফি ফারুক ইবনে আবু বকর জানান বলেন, আমরা আশা রাখি, এই বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একটা ‘সেন্টার এক্সিলেন্স’ হবে।

আরও পড়ুন: প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন প্রস্তাবিত জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JAJSUST) এ ২ একর জমি দান করেছেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর। চলতি বছরের ৩ মার্চ বিকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুব ইবনে আবু বকর বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ও নির্বাহী ট্রাস্টি’র দায়িত্বে রয়েছেন।

জমি হস্তান্তর অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী’র উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জমি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সভাপতি এবং বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর সহধর্মিনী ড. নার্গিস আফরোজ।

জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক রুহুল আমিন, কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কেরামত আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল কুষ্টিয়ার বিচারক হাবিবুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা কুষ্টিয়া দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম সহ বিচার বিভাগের বিজ্ঞ বিচারক বৃন্দ।

আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী ও স্ট্যাম্প শাখা এবং নেজারত শাখা) শাহেদ আরমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) ঈষিতা আক্তার, কুমারখালী উপজেলা সাব রেজিস্টার মাহবুবা মনির মিশু, জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাজসাস্ট) এর রেজিস্ট্রার মোঃ মার্জানুল হাসান এবং চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মজনু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জমি হস্তান্তর শেষে জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাজসাস্ট) এর উদ্যোগের সফলতা ও সার্বিক মঙ্গল কামনায় দো’আ করা হয়।

উল্লেখ্য, ইতিমধ্যে কুষ্টিয়া জেলায় বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং সেগুলো সুনামের সাথে পরিচালিত হচ্ছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *