কক্সবাজারে আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা
কক্সবাজারে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁর নাম আবদুল খালেক চৌধুরী। তিনি জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদেও রয়েছেন।
কক্সবাজার আদালত প্রাঙ্গণে সোমবার (২১ অক্টোবর) তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আবদুল খালেক চৌধুরী বলেন, জেলা জজ আদালত থেকে পেশাগত কাজ শেষে করে সকাল সোয়া ১০টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় মহেশখালীর মৌলভীকাটা এলাকার বাসিন্দা ও আইনজীবী নুরুল ইসলাম তাঁর গতি রোধ করে মারধর শুরু করেন।
তাঁর সঙ্গে একটি হত্যা মামলার আসামি নুরুল হক, সিরাজুল ইসলাম, নুরুল ইসলামসহ কয়েকজন যোগ দেন। তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি দিয়ে আহত করা হয়। পরে অন্য আইনজীবীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হামলার বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবর অভিযোগ দিয়েছেন জানিয়ে আবদুল খালেক চৌধুরী আরও বলেন, হামলাকারী নুরুল ইসলামের সঙ্গে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাঁর পূর্বশত্রুতা ছিল। তিনি এ ঘটনায় মামলা করবেন।
জানতে চাইলে হামলার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবদুল খালেকের ওপর হামলার বিষয়টি শুনেছি। তখন আমি চেম্বারে ছিলাম না। কে হামলা করেছে, তা–ও জানি না। পূর্বশত্রুতার জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, ‘আবদুল খালেক চৌধুরীর ওপর হামলা হয়েছে বলে শুনেছি। অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply