এনএসআইর নতুন পরিচালক ব্যারিস্টার মোশাররফ


পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও এনএসআইর পরিচালক সালেহ মোহাম্মদ তানভীরকে এনএসআই থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে বদলি করে আনা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব মাহবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এনএসআইর পরিচালক ও পুলিশের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরের প্রেষণাদেশ বাতিল করে চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অন্যদিকে, সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ও সুপারনিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ব্যরিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে এনএসআইর ডিআইজি পদে নিয়োগ বা বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *