উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক


অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর এই অকাল প্রয়াণে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ.এফ. হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এছাড়াও তিনি ২০০৮ সালের জানুয়ারী হতে ২০০৯ সালের জানুয়ারী পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০১ সালের অক্টোবর হতে ২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এ.এফ. হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান হাইকোর্ট এর আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন এবং সেই সময় হতে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা পরিচালনা করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *