ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা


ইরানের সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতিকে শনিবার (১৮ জানুয়ারি) তেহরানে গুলি করে হত্যা করা হয়। তারা গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা নিয়ে কাজ করছিলেন। দেশটির বিচারবিভাগের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিচারবিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আদালতের ভেতরে প্রবেশ করে বিচারপতিদের দিকে গুলি করে এক ব্যক্তি। এক বিচারপতির দেহরক্ষী ওই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী ব্যক্তি পরে আত্মহত্যা করেন।

নিহত বিচারপতিদের পরিচয় প্রকাশ করে বিচার বিভাগ জানিয়েছে, তারা ছিলেন মধ্যম পর্যায়ের শিয়া মুসলিম ধর্ম বিশেষজ্ঞ মোহাম্মদ মোঘিসেহ ও আলি রাজিনি।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও অস্পষ্ট হলেও বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেছেন, নিহত বিচারপতিগণ দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও বলেছেন, বিচার বিভাগ গুপ্তচর ও সন্ত্রাসীদের শনাক্ত করতে গত বছর ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এতে শত্রুদের মধ্যে ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা সৃষ্টি হয়ে থাকতে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, এসব মামলার মধ্যে কিছু রয়েছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ইরানি বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্কিত। তবে দাবির স্বপক্ষে কোনও ব্যাখ্যা তারা দেয়নি।

কথিত রাজনৈতিক বন্দিদের বিচারপ্রক্রিয়ার মোঘিসেহ জড়িত ছিলেন বলে অতীতে বিরোধীদের ওয়েবসাইটে দাবি করা হয়। এছাড়া ১৯৯৮ সালে রাজিনির বিরুদ্ধে একবার হত্যাচেষ্টা চালানো হয়েছিল।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *