আদালতের নির্দেশে মাদক কারবারির ভবন জব্দ করল দুদক


মাদক কারবারের টাকায় কক্সবাজার শহরের ঘোনারপাড়ায় জমি কিনে ছয়তলা ভবন নির্মাণ করেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাজারপাড়ার নির্মল ধর।

দুর্নীতি দমন কমিশনের মামলায় বুধবার (১১ সেপ্টেম্বর) দেওয়া রায়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন ক্রোকের (জব্দ) নির্দেশ দেন কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালত।

একই সঙ্গে নির্মল ধরের স্ত্রী দীপ্তি রানী ধরের হ্নীলা শাখার কৃষি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের (ফ্রিজ) আদেশ দেওয়া হয়।

দুদকের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ জানান, ভবনটি দুদকের নিয়ন্ত্রণে আনা হয়েছে। আসামি নির্মল ধর জামিনে মুক্ত আছেন। ক্রোকের নির্দেশের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, মাদক কারবার করে নির্মল ধর কোটিপতি হয়েছেন– এমন অভিযোগ ওঠায় তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক।

২০২০ সালের অক্টোবরে বিবরণী দাখিল করেন তিনি। এতে ১ কোটি ৭৮ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করা হয়।

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর মামলা করেন দুদক কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *