আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগীদের নিয়োগ বাতিলে আইনজীবীদের বিক্ষোভ
আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীদের অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীদের একাংশ।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন ক্ষুব্ধ আইনজীবীরা।
আরও পড়ুন: বাদ পড়ছেন ২ হাজার ৮০০ সরকারি আইন কর্মকর্তা
তাদের দাবি, গত সরকারের আমলে সুবিধাভোগীদের এবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি করেন তারা।
সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেসব আইনজীবী একাত্ম হয়ে কাজ করেছেন, আন্দোলনে শরীক হয়েছেন, তাদের নিয়োগ নিশ্চিতেরও দাবি তোলা হয়। পরে আইনজীবীরা সুপ্রিমকোর্ট চত্বর প্রদক্ষিণ করেন।
Leave a Reply