আইন উপদেষ্টাকে হেনস্তার প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ


আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ সোমবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ করেন আইনজীবীরা। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন বলেন, সাধারণ জনগণ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। তিনি চিরদিনের জন্য পালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ আর আপনাকে এদেশে ফিরতে দেবে না। আপনি যদি ফিরে আসার চেষ্টা করেন তাহলে মানুষ গণভবন যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে, তেমনি আপনাকেও টুকরো টুকরো করবে। কোনো অবস্থাতেই আপনি ফিরে আসার চেষ্টা করবেন না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের উপর হামলার কারণে সারাদেশের, তার ছাত্র সমাজ.. আজকে দেখেন আইনজীবীরাও জেগে উঠেছে। ভবিষ্যতে যদি অন্যান্য উপদেষ্টার উপর হামলা করা হয় তাহলে এদেশে বিচার হবে, আন্তর্জাতিক আদালতেও বিচার করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হানসহ অনেকে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *