আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ শুরু ১ মার্চ


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি করণে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফরম ফিলাপের সময়সূচী ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে এই ফরম ফিলাপ করা যাবে।

বার কাউন্সিল বিধি অনুযায়ী যেসব আইন শিক্ষানবিশ কাল ৬ মাস পার হয়েছে কিংবা ৩১ মার্চের মধ্যে পূর্ণ হবে শুধুমাত্র তারাই ফরম ফিলাপের সুযোগ পাবেন।

বৈধ রেজিস্ট্রেশন ধারীদের এ জন্য একটি প্রি-প্রেইড টেলিটক নম্বর ব্যবহার করে চার হাজার বিশ (৪,০২০) টাকা জমা দিতে হবে। আর রি-এপিয়ারদের জমা দিতে হবে এক হাজার ছয়শত ত্রিশ (১,৬৩০) টাকা।

এ বিষয়ে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) একটি সার্কুলার জারি করেছে বার কাউন্সিল।

আরও বিস্তারিত জানতে লিংকটি দেখুন- https://www.barcouncil.gov.bd/wp-content/uploads/Enrollment-MCQ-PDF.pdf

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তি করণে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার সম্ভাব্য সময়সূচী জানানো হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৫ এপ্রিল আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ অনুষ্ঠিত হবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *