অবৈধভাবে নদীর বালু উত্তোলন, আদালতের স্বতঃপ্রণোদিত আদেশে ওসিকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ


সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে উপজেলার বংশী ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলনসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুসারে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বিএনপি নেতারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে আজ রোববার (২৬ জানুয়ারি) ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার ওসিকে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: কারাগারে জরুরি হটলাইন চালু : বন্দিদের সব তথ্য জানতে পারবেন স্বজনরা

ধামরাই আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসংক্রান্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বুচাই পাগলার মাজার ভাঙচুরের ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আদালতের নির্দেশনার কোনো তথ্য এখনো আমরা পাইনি। এ–সংক্রান্ত কাগজপত্র পেলে অবশ্যই আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *