অবকাশ শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু


অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (৫ জানুয়ারি) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আপিল বিভাগ ও হাইকোর্টের উভয় বিভাগে নতুন করে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগে একটি বেঞ্চ ও হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চ গঠন করা হয়েছে। তবে ১২ জন বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে তদন্ত জমার পরও এখনো সিদ্ধান্ত না হওয়ায় ওইসব বিচারপতিদের বাদ দিয়ে মামলা শুনানির জন্য বেঞ্চ তৈরি করা হয়েছে।

এ ছাড়া নতুন বছরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ কোম্পানি–সংক্রান্ত সম্পূর্ণ কাগজমুক্ত (পেপার ফ্রি) বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। রোববার হাইকোর্ট বিভাগের কোম্পানি–সংক্রান্ত একটি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু করা হচ্ছে।

গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার কথা থাকলেও উপদেষ্টা শেখ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওইদিন বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, সাপ্তাহিক এবং সরকার ঘোষিত ছুটিসহ গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অবকাশের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

তবে অবকাশকালীন এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশকটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

এছাড়া আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশান জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করা হয়।

 



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *