অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্ব পালন করবেন প্রশ্নে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা


নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে- অন্তবর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া যেকোনো ধরনের খারাপ আইন সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারা দেশের সংস্কার। এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যত দিন থাকা দরকার হবে, অন্তবর্তীকালীন সরকার তত দিন দায়িত্ব পালন করবে।

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *