অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেছে ওনাব


ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)। একই সঙ্গে এই সরকারের সাফল্য কামনা করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে ওনাব নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি।

এ ছাড়াও রয়েছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আশা করি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার সফলতার সঙ্গে কাজগুলো করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্র উত্তরণের কাজে সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে সকল গণমাধ্যমকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *