অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন


দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের ১৩ জন বিচারপতিকে এই মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তির তথ্য মতে, সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে।

পুনর্গঠিত মনিটরিং কমিটি ও সাচিবিক সহায়তার দায়িত্বপ্রাপ্তদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন

এর আগে দেশের ৮ বিভাগে অধস্তন আদালত মনিটরিং এর জন্য ৮টি কমিটি গঠন করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফয়েজ সিদ্দিকী অবসরে গেলে শপথ নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দায়িত্ব নেয়ার পরপরই নতুন প্রধান বিচারপতি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

এর মধ্যে অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটির ব্যপ্তি ৮টি থেকে ১৩টিতে উন্নীত করেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবল প্রতিবাদের প্রেক্ষিতে ঘটনা পরম্পরায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এরপর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর বর্তমান প্রধান বিচারপতি অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *