সুপ্রীম কোর্টে চালু হলো নারী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য আধুনিক টয়লেট সুবিধা


বাংলাদেশ সুপ্রীম কোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে নির্মিত দুটি আধুনিক, স্বাস্থ্যসম্মত ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব টয়লেট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সুপ্রীম কোর্টের অনুমোদনক্রমে এই গুরুত্বপূর্ণ পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাক।

আজ বুধবার ( ১৬ এপ্রিল) উদ্বোধনী দিনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই নবনির্মিত টয়লেট দুটি পরিদর্শন করেন।

প্রধান বিচারপতি বলেন, “বারের সদস্যবৃন্দ অথবা সাধারণ বিচারপ্রার্থী মানুষ, যারা বিভিন্ন প্রয়োজনে সুপ্রীম কোর্টে আসেন, ইতোপূর্বে তাদের সুবিধার জন্য পাইলট প্রকল্প হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য টয়লেট চালু করা হয়েছে।

তিনি মন্তব্য করেন যে, এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এসময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য তিনি ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রারের দপ্তরের বিভিন্ন কর্মকর্তা।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১, ১৫, ১৯, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের মর্মানুসারে প্রত্যেক নাগরিকের সম্মানজনক জীবনযাপন, সমান অধিকার, ন্যায়বিচার প্রাপ্তি ও রাষ্ট্রীয় সেবায় অবাধ প্রবেশাধিকার রয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারনে আদালতে প্রাঙ্গণে অনেক সময়েই নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এই প্রবেশাধীকার নানা কাঠামোগত চ্যালেঞ্জের কারণে সহজলভ্য নয়।

ফলে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও অন্ত্ররভুক্তিমূলক টয়লেট সুবিধার অভাব অনেক সময় নারীদের ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আদালতে উপস্থিতি ও ন্যায়বিচার পাওয়ার পথকে দুরূহ করে তোলে। তারই প্রেক্ষাপটে, নব্য চালুকৃত আধুুনিক প্রযুক্তির ব্যবহার সম্বলিত এই টয়লেট দুটি বিচারাঙ্গনের বিভিন্ন সুবিধাকে আরো মানবিক, সম্মানজনক ও অন্তর্ভূক্তিমূলক করে গড়ে তোলার একটি প্রতীকী পদক্ষেপ।

এই প্রকল্পটি ভবিষ্যতে দেশের অন্যান্য আদালত প্রাঙ্গণে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। এটি বিচারপ্রার্থীদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে আরো অন্তর্ভূক্তিমূলক বিচারিক পরিবেশ তৈরি করবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *