আদালত প্রাঙ্গণে স্বামীকে দেখে দুই স্ত্রী মিলে করলেন জুতোপেটা!


একজন ব্যক্তিকে দুজন নারী উপুর্যুপরি জুতো পেটা করছেন সকলের সামনে তাও আবার আদালত প্রাঙ্গণে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। জানা যায় ধারণ করা ভিডিওটি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের। মার খাওয়া ব্যক্তি আর কেউ নন এই দুই নারীর স্বামী। এক কথায় দুই স্ত্রীর হাতেই জুতোর বারি খেতে হয়েছে এই ব্যক্তিকে।

খোঁজ নিয়ে জানা যায়, মার খাওয়া স্বামীর বিরুদ্ধে আদালতে প্রথম স্ত্রী যৌতুকের মামলা করেন। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মামলা চলাকালে দ্বিতীয় স্ত্রীকেও তালাক দেন। এই তালাকের ঘটনা জানার পর দ্বিতীয় স্ত্রী আদালতে আসেন।

আদালত প্রাঙ্গণে স্বামীকে দেখে দুই স্ত্রী মিলে জুতা দিয়ে পেটাতে থাকেন। উপস্থিত মানুষ এ সময় তাঁদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে তাঁরা স্বামীকে মারতে মারতে মাটিতে ফেলে দেন। এরপর উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ তো রীতিমতো ট্রল করছেন। একসাথে দুই বিয়ে করলে এভাবে রাস্তাঘাটে জুতোর বারি খেতে হবে এমন রসিকতাও করছেন অনেকে। আবার কেউ কেউ ধুয়ে দিচ্ছেন স্বামী স্ত্রী দুপক্ষকেই। তাদের মতে ঘরের ঝামেলা বাইরে কেন? রাস্তাঘাট তো আর এসব করার জায়গা নয়।

শায়লা শারমিন নামের একজন ভিডিওটি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘আরও কতকিছু যে দেখতে হবে, আদালতের সামনে এভাবে মারামারি করা উচিৎ হয়নি।’ মিম জাহান নামের একজন লিখেছেন, ‘একদম উচিৎ কাজ হয়েছে, এসব প্রতারকদের এভাবেই শায়েস্তা করা উচিৎ।’ তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আলোচনার চেয়ে হাস্যরসেই যেনো বেশি ব্যস্ত নেটিজেনরা।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *