আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় গণতান্ত্রিক আইনজীবী সমিতির নিন্দা ও প্রতিবাদ


ভারতের উত্তর—পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু জঙ্গিদের হামলার ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই আইনজীবী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মিশনে ভারতের হিন্দু জঙ্গিদের এই হামলা এক বিরাট উদ্বেগের বিষয়। এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি এক বিরাট হুমকি।

এই হামলার মধ্য দিয়ে ভারতের জঙ্গীরা দুই দেশের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে এক বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শুধু আগরতলা নয়, কলকাতা, দিল্লি এবং মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী উগ্রবাদী তৎপরতা শুরু হয়েছে।

ভারত সরকার যদি অবিলম্বে ভিয়েনা কনভেনশনকে সন্মান জানিয়ে এই বাংলাদেশ বিদ্বেষী তৎপরতার বন্ধ না করে। তাহলে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় অশান্তির আগুন জ্বলে উঠবে।

তাই দু’দেশের সাধারণ জনগণের স্বার্থে ভারতের মাটিতে বাংলাদেশ বিদ্বেষী জঙ্গী তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য ভারত সরকারের কাছে জোর দাবি জানান। একই সাথে তারা বাংলাদেশ মিশনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *