আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফি ৩শ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন


বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার আবেদন ফি ৩শ টাকা নির্ধারণ করার দাবিতে মানববন্ধন করেছেন আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীরা।

ঢাকা আইনজীবী সমিতির সামনে রোববার (৯ মার্চ) এ মানববন্ধন করেন তারা।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. কামাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মো. সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মো. সজীব মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এমএস মিলন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাজমুল হাসান সোহাগসহ শিক্ষানবিশ আইনজীবীরা।

মানববন্ধনে তারা বলেন, অন্যান্য পাবলিক পরীক্ষার আবেদন ফি সাধারণত ২শ থেকে ৩শ টাকার মধ্যে থাকে। সেখানে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে তালিকাভুক্তির পরীক্ষার ক্ষেত্রে অযৌক্তিভাবে ৪ হাজার ২০ টাকা ধার্য করা হয়েছে। আমরা এই অযৌক্তিক ফি বাতিল চাই।

এ বিষয়ে জবির আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪ হাজার টাকা। এটা অযৌক্তিক! এই ফি কমানোর দাবিতে আমরা স্মারকলিপিও দিয়েছি।

আশা করছি, কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। আমরা কোনো অন্যায় দাবি করছি না। বিসিএসসহ অন্যান্য পরীক্ষার ফি’র সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কামাল হোসেন বলেন, আমরা আমাদের দাবি জানিয়ে সবাইকে বার বার স্মারকলিপি দিয়েছি। কোনো সুফল পাইনি। বিগত সময়েও আমরা শিক্ষানবিশ আইনজীবীরা এসব নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। এখনো তা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে এবং বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবিতে আজকে আমরা মানববন্ধন করছি।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *