জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গণবিজ্ঞপ্তি


জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লিখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর ৬২৮, ভবন নম্বর ০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে বা সরাসরি জমা দিতে বলা হয়েছে।

এছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন পাঠানো যাবে। ই-মেইল ঠিকানা: [email protected]

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *