‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা
মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মনোনীত ৭ জন মানবাধিকার কর্মীর দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতা, ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকারের প্রশ্নে সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের নিরলস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনের নজরে এসেছে। তার এই মনোনয়ন বাংলাদেশের গণতন্ত্রকামী ও অধিকার–সচেতন মানুষের জন্য গর্বের বিষয়।
‘মায়ের ডাক’ সংগঠনটি গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা ইসলাম তুলি এ পরিবারগুলোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে কাজ করছেন।
মনোনয়নের মাধ্যমে তার মানবাধিকার রক্ষার আন্দোলন আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল।
Source link
tags]
Leave a Reply