হাইকোর্টে ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে শুরু হচ্ছে বিচারকাজ


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *