গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, হাসপাতালে ভর্তি


প্রবীণ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেছেন, “ড. কামাল হোসেনের নিউমোনিয়া ধরা পড়েছে। অবস্থা গুরুতর, এখন এইচডিওতে ভর্তি আছেন।

“উনার শারিরিক অবস্থা খুবই দুর্বল। উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।”

কামাল হোসেন সর্বশেষ গত বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

সেখানে ভিআইপি ফটক দিয়ে প্রবেশ করতে না দেওয়ায় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে মন্তব্য করে মিজানুর রহমান বলেন, “দেশের সংবিধানপ্রণেতা, একজন ভিআইপি পার্সনকে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহু ধকল পার করে জনসাধারণের মধ্যে দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন। এজন্য তার শরীর কিছুটা দুর্বল হয়েছে।”

এর আগে গত ৯ সেপ্টেম্বর নানা অসুখ ও বার্ধক্যজনিত জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল হোসেন। সেবার তার ইউরিনারি ব্লাডারে একটি অস্ত্রোপচার হয়।

৮৮ বছর বয়সী কামাল হোসেন নামকরা আইনজীবী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি পরামর্শক ও আর্বিট্রেটর। পেট্রোলিয়াম নীতিসহ বিভিন্ন বিষয়ে তিনি কয়েকটি দেশের সরকারকে পরামর্শ সেবা দিয়েছেন।

তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কামাল হোসেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধুর সরকারের আইনমন্ত্রী, পরে পররাষ্ট্রমন্ত্রী ও তেল ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে তার হাত ধরে আত্মপ্রকাশ করে গণফোরাম। কামাল হোসেন তার পাঁচ দশকের রাজনৈতিক জীবনের ইতি টানেন ২০২৩ সালের ২৭ অক্টোবর।

সবশেষ ২০২৪ সালে দলের নতুন কমিটিতে কামাল হোসেনকে এমিরেটাস সভাপতি বানানো হয়। মোস্তফা মোহসীনকে করা হয় সভাপতি; সাধারণ সম্পাদক হন মো. মিজানুর রহমান।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *