গুম হওয়া ব্যক্তির বা নিখোঁজ ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশগণের মালিকানা
মোঃ জুয়েল আজাদ : মৃত ব্যক্তির সম্পত্তির বন্টনের কথা বিভিন্ন পার্সোনাল ল তে বলা থাকলেও, গুম বা নিখোঁজ এর ক্ষেত্রে সুনির্দিষ্ট ভাবে কোন বিধান নাই। গুম হওয়া ব্যক্তির বা নিখোঁজ ব্যক্তি ওয়ারিশগণ অর্থাৎ পিতা-মাতা স্ত্রী সন্তান, কিছু ক্ষেত্রে ভাই-বোন তারা, ঠিক কতদিন পর্যন্ত কিংবা কোন তারিখ থেকে নিখোঁজ ব্যক্তিকে বা গুমের শিকার ব্যক্তি কে মৃত ঘোষণা করে সম্পত্তি বন্টন ব্যবস্থা করতে পারবে! এমন আইনি প্রশ্ন এবং সমাধান পেতে বিভিন্ন আইনের সমন্বয়ে প্রতিকারের পথ খুঁজতে হয়, একজন বিচারপ্রার্থীকে। এমন বাস্তবতায়, গুমের শিকার কিংবা নিখোঁজের পরিবারের কথা চিন্তা করে, সম্প্রতি আপনার জানেন “গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫” সালে আইন হয়েছে, যেখানে গুম হওয়া ব্যক্তির পরিবার, ৫ বছর পর্যন্ত অপেক্ষার পর স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তির ব্যবহারের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে গুমের শিকার, সে ব্যক্তির স্ত্রী কিংবা তার উপর নির্ভরশীল ব্যক্তি গুম হওয়া ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির ব্যবহার এবং হস্তান্তর একটা অধিকার দেওয়া হয়েছে ঠিক ততটুকু যতটুকু তাদের […]
The post গুম হওয়া ব্যক্তির বা নিখোঁজ ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশগণের মালিকানা appeared first on lawyersclubbangladesh.
Source link
tags]
Leave a Reply