একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট


একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিটে গত ১১ ডিসেম্বর একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন দায়ের করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটকারীর পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নামে কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই।

তার ভাষ্য অনুযায়ী, সংবিধান অনুযায়ী কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।

এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সংবিধান পরিপন্থী দাবি করে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *