রমজান মাসে স্কুল বন্ধের দাবিতে আইনি নোটিশ
পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা ও রীতি বিদ্যমান। দীর্ঘদিন ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠানই রমজানে বন্ধ থাকে।
আইনজীবীর মতে, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না এবং সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত। সে বিবেচনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক ও বিতর্কিত।
নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার কারণে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এর ফলে তাদের রোজা রাখা কষ্টকর হয়ে ওঠে এবং রোজা রাখার অভ্যাস গড়ে ওঠার পথে বাধা সৃষ্টি হয়, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।
এ ছাড়া রমজান মাসে স্কুল চালু থাকলে শহরগুলোতে তীব্র যানজট তৈরি হয়, যার ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এসব কারণ দেখিয়ে রমজান মাসে স্কুল বন্ধ রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও আইনি নোটিশে সতর্ক করা হয়েছে।
Source link
tags]
Leave a Reply