খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির শোক, আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একই সঙ্গে আজ আদালতের সকল কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঢাকা জজশিপের সকল আদালতের বিচারকেরা এজলাস উঠা থেকে বিরত ছিলেন। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।

ঢাকার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলকে কাঁদিয়ে এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সকল আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহন না করার সিদ্ধান্ত গ্রহন করেছেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *