বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে। জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই করা এক বার্তায় জানানো হয়। পাশাপাশি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে মৃত্যুসংবাদ প্রকাশ করা হয়।
বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সামরিক শাসন-পরবর্তী সময় থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, একাধিকবার কারাবাস, অসুস্থতা এবং রাজনৈতিক পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে নির্বাচিত দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Source link
tags]
Leave a Reply