সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের চার আইন কর্মকর্তার নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনাকারী চার আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার। এর মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার (২৯ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ বাতিল করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ বাতিল করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জুলফিকার আলম শিমুল। আর সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও মো. মন্টু আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিলক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Source link
tags]
Leave a Reply