জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন


সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তিনি বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বেলা সাড়ে ৩টার দিকে নবনিযুক্ত প্রধান বিচারপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর বেলা ৩টা ৩৭ মিনিটে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন বলে তিনি জানান।

এ সময় আরও কয়েকজন বিচারপতি, গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *