ভোটার তালিকা হালনাগাদ, ২২ ডিসেম্বর পর্যন্ত তথ্য জমার সময়


বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন ২০২৬ আয়োজনের লক্ষ্য নিয়ে আইনজীবীদের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে এখনও তথ্য না-দেওয়া আইনজীবীদের ছবি, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দ্রুত জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গত ৮ ডিসেম্বরের অতীব জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ববর্তী নির্দেশনার ভিত্তিতে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতের জন্য নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বার সমিতির মাধ্যমে বার কাউন্সিলে পৌঁছাতে হবে।

নির্দেশনায় বলা হয়, প্রত্যেক আইনজীবীকে সনদ নম্বরসহ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পাঠাতে হবে। একই সঙ্গে যেসব আইনজীবীর বকেয়া চাঁদা রয়েছে, তাদের দ্রুত চাঁদা পরিশোধ করে ডিউস কালেকশন শাখা থেকে হালনাগাদ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

বার সমিতিগুলোকে জানানো হয়েছে, প্রতিটি সমিতি ফরোয়ার্ডিং লেটার ইস্যু করে সংগৃহীত ভোটার তথ্য ফরমসমূহ বার কাউন্সিলে পাঠাবে। নির্ধারিত ফরমের নমুনা বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইন কপি বার কাউন্সিলের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *