জুডিশিয়াল সার্ভিস কমিশনে অন্তর্ভুক্তি চান আদালতের কর্মকর্তা-কর্মচারীরা


অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অন্তর্ভুক্তির দাবি তুলেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ।

আজ রোববার (৩০ নভেম্বর) আইন সচিব লিয়াকত আলী মোল্লা চট্টগ্রামে ই-পারিবারিক আদালত উদ্বোধন করতে এলে অ্যাসোসিয়েশন নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দীর্ঘদিনের ন্যায্য দাবি হিসেবে পদ-পদবি পরিবর্তন, বেতন স্কেল পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সামঞ্জস্য আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

নেতারা বলেন, বিচার বিভাগ দেশের আইনের ধারক ও বাহক হলেও অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বহুদিন ধরে নানা সুবিধা থেকে বঞ্চিত। বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।

আইন সচিব লিয়াকত আলী মোল্লা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলামসহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের বিচারকরা। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক আকন্দ।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শামসুল হক এবং চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাশ।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *