চট্টগ্রামে চালু হচ্ছে ই-পারিবারিক আদালত


চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ই-পারিবারিক আদালত, যা বিচারব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ এবং জনগণের কাছে সহজলভ্য করার একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই আদালতের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং ডিজিটাল জাস্টিস সিস্টেম গড়ে তুলতে এই উদ্যোগ একটি বড় অগ্রগতি। ই-পারিবারিক আদালতে মামলার আবেদন, নথি দাখিল, কার্যক্রম ও দৈনন্দিন অগ্রগতি—সবই অনলাইনে সম্পন্ন হবে। কাগজের ব্যবহার একেবারেই থাকবে না। যদিও শুনানি সশরীরে অনুষ্ঠিত হবে, অন্যান্য সকল ধাপ পরিচালিত হবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, “এটি পুরোপুরি পেপারলেস আদালত। বিচারকার্যকে দ্রুত, স্বচ্ছ এবং ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি, সফটওয়্যার ও অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।”

আইনজীবীদের মতে, পরিবার-সংক্রান্ত মামলাগুলোতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত ঝামেলার কারণে ভোগান্তি বাড়ে। ই-পারিবারিক আদালত চালু হলে সময় বাঁচবে, নথি হারানো বা বিলম্ব কমবে এবং মামলার অগ্রগতি যেকোনো সময় অনলাইনে দেখা যাবে। বিচারপ্রার্থীরা আদালতের ওপর আস্থা আরও দৃঢ়ভাবে স্থাপন করতে পারবেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *