এক অ্যাপেই মিলবে বিচার বিভাগের সবার ফোন নম্বর
অধস্তন আদালতের বিচারকদের টেলিফোন নম্বর সম্বলিত ‘বিচার বিভাগীয় টেলিফোন নির্দেশিকা’র আদলে একটি অ্যাপ তৈরি করেছে সুপ্রিম কোর্ট। যেখানে অধস্তন আদালতের বিচারক ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীর নম্বর যুক্ত থাকবে। তবে জনসাধারণ শুধু আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ফোন নম্বর দেখতে পারবেন।
সম্প্রতি এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
তাই বিচারকদের টেলিফোন নম্বরগুলো বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের কাছে সহজলভ্য করার লক্ষ্যে Judicial Phone Diary নামক একটি অ্যাপ সুপ্রিম কোর্ট প্রস্তুত করেছে। যার মাধ্যমে দেশের যে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার নাম, মোবাইল নম্বর, ছবি ও ই-মেইল সংক্রান্ত তথ্য খুব সহজেই পাওয়া যাবে। দেশের অধস্তন আদালতসমূহের সহায়ক কর্মকর্তা/কর্মচারীর নম্বর (প্রশাসনিক কর্মকর্তা ও নাজির-এর) তথ্যও উক্ত অ্যাপে যুক্ত করা হয়েছে।
আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীদের ফোন নম্বর সর্বসাধারণ দেখতে পারবেন। অ্যাপে অফিসারদের নাম, ছবি, বর্তমান পোস্টিং, সার্ভিস আইডি, ফোন নম্বর ও ই-মেইল সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। অ্যাপ থেকে সরাসরি কল/মেসেজ/হোয়াটস অ্যাপে কল/মেসেজ ও ই-মেইল করা যাবে। অ্যাপ থেকে অফিসারদের নিজ ছবি পরিবর্তন করার লিংকে যাওয়া যাবে ও নিজ ছবি পরিবর্তন করা যাবে। প্রতিবার বদলির পর অফিসারদের হালনাগাদ তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ থেকে পাওয়া যাবে।
Source link
tags]
Leave a Reply