আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস


আসন্ন আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য ৬ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) সারা দেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থার সচিব সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার পৃথক পৃথক ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে পরীক্ষার্থী প্রায় ৫০ হাজার।

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস

এদিকে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য বার কাউন্সিল কর্তৃক ৬ দফা নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের করণীয় নিম্নরূপ-

১. বার কাউন্সিল প্রদত্ত এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা-কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. প্রার্থীগণকে সিট প্ল্যান অনুযায়ী নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এক কেন্দ্রের প্রার্থী অন্য কেন্দ্রে হাজির হলে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে না।

৩. পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিকস ডিভাইস, মোবাইল ফোন, হিয়ারিং এইড, স্মার্ট ওয়াচ, ডাটা ট্রান্সফার করা যায় এইরূপ যে কোনো প্রকার ডিভাইস, নোট বই, খাতা প্রভৃতি সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে প্রার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

৪. অ্যাডমিট কার্ডে মুদ্রিত প্রার্থীদের জন্য নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণ কোড়োটে হোবে। এছাড়াও ওএমআর উত্তরপত্রে মুদ্রিত নির্দেশনাবলী সতর্কতার সাথে অনুসরণ করতে হবে।

৫. এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষা-কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে পরীক্ষা সমাপ্ত হওয়ার পূর্বে কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে না।

৬. পরীক্ষা-কেন্দ্রে/কক্ষে কোনো প্রকার অসদুপায় অবলম্বন, দায়িত্বরত ইনভিজিলেটর/শিক্ষক/কেন্দ্র পরিদর্শক/পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত যে কোনো ব্যক্তির সাথে অসদাচরণ, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যে কোনো প্রকার অননুমোদিত/শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার/নিরব বহিষ্কার করাসহ ক্ষেত্রমতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কর্তৃক আইনগত পদক্ষেপ এবং প্রয়োজনে বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষায় নিষিদ্ধকরণসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *