বরগুনায় ৪ টি ইটভাটাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড


বরগুনায় পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় ৪ টি ইটভাটাকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন আমতলী উপজেলার স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আজ রবিবার (২৩ মার্চ) বরগুনার আমতলী উপজেলার পশ্চিম আমতলী, রায়বালা ও পূর্ব কুকুয়া গ্রামে দুপুর ২ টা থেকে বিকাল ৬:০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এসময় মেসার্স সাগর ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকস কর্পোরেশনকে ৩ লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স আল্লাহর দান ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকসকে ২ লক্ষ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় এই সাজা প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিব এবং আমতলী থানা পুলিশের একটি বিশেষ দল।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *