ধর্ষকদের পক্ষে দাঁড়াবেন না মাগুরার কোনও আইনজীবী


ধর্ষকদের পক্ষে আইনি লড়াই করবেন না মাগুরার কোনও আইনজীবী। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন উত্তর সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।

জেলা জজ আদালতের সামনে গত সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় এ মানববন্ধন করেন তারা। ৮ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর বলেন, ‘আমরা ধর্ষকদের পক্ষে কোনও আইনি সহযোগিতা দেবো না। বরং আসামিদের বিপক্ষে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।’

এ ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুকনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল মানবন্ধনে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা নেড়েছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *