ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আইনজীবী কারাগারে


লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় আওয়ামী লীগ সমর্থিত দুই আইনজীবীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হাকিম সদর আমলি আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দু’জন হলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা পাটওয়ারী এবং জেলা জজ আদালতে রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।

কোর্ট পুলিশের পরিদর্শক এম এ জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। এম এ জলিল বলেন, হত্যা মামলায় দুই আইনজীবীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। তারা জামিন চেয়েছিলেন। তবে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানায় ওসি আবদুল মোন্নাফ বলেন, সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকার থেকে এবং বাবরকে আদালতের সামনে থেকে আটক করা হয়।

তিনি বলেন, সকালে বাবর আদালতে যান। পরে আদালত থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নুরুল হুদা আদালতে যাওয়ার জন্য নিজ বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট নিহত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না।

অজ্ঞাতপরিচয় আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি আবদুল মোন্নাফ।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *