পাচারকৃত অর্থ উদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে সরকার


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। বড় অঙ্কের অর্থ ফেরাতে কমিশনও দেওয়া হবে।

গভর্নর বলেন, ব্যাংক খাতে আমাদের দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠেছি। গত ছয় মাসে গড়ে ২৬ শতাংশ করে রেমিট্যান্স আসছে। ছয় মাসে এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি হয়েছে আড়াই বিলিয়ন ডলার। একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছি আমরা।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশ।

আহসান এইচ মনসুর বলেন, টাকা পাচার বন্ধ হয়েছে। আগে টাকা দুবাই থেকেই পাচার হতো। রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি। সৌদি আরব থেকে দুবাই হয়ে টাকা বাংলাদেশে আসছে। সরাসরি বাংলাদেশে টাকা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গভর্নর বলেন, মানুষকে ব্যাংকের ওপর আস্থা বাড়াতে হবে। তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি। আমরা বিদেশের আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি। অবশ্য সেজন্য আমাদের বিদেশের আইনেও টিকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *