অ্যাড. আলিফ হত্যার বিচার দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করছে আইনজীবীরা


‘উগ্র ও দেশদ্রোহী’ ইসকন নিষিদ্ধ ও শহীদ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবীতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করছে আইনজীবীরা।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ -এর উদ্যোগে হাইকোর্ট থেকে রোড মার্চ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, এদিন সকাল সাড়ে ৭টায় রোডমার্চ উদ্বোধন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। সকাল ১০টায় কুমিল্লা বিশ্বরোড মোড়ে এবং সকাল ১০টা ৪০ মিনিটে চৌদ্দগ্রাম বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১টায় ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে পথসভা এবং সাড়ে ১২টায় মীরসরাই হাইওয়ে বাজারে পথসভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ব্রিফিং এবং লোহাগড়া চুনতিতে শহীদ আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ আর্থিক সহায়তা ও কবর জিয়ারত করা হবে বিকেল ৫টায়। রাত ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন আইনজীবীরা।

রোড মার্চে অংশগ্রহণ করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সুপ্রীম কোর্ট বার সমিতির সদস্য শহীদ সাইফুল ইসলাম আলিফ এর শাহাদাত আমাদের জন্য এক পরম ত্যাগের দৃষ্টান্ত বটে, এই তরুণ তার রক্ত দিয়ে প্রমাণ করেছে যে অন্যায় অসত্যের কাছে প্রকৃত আদর্শ মাথানত করে না।

তার শহীদী মৃত্যু শহীদ তিতুমিরের মত যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকবে। তাই রোড মার্চ কর্মসূচীতে অংশগ্রহণ করে এই বীরের জীবনাদর্শকে শ্রদ্ধার সহিত স্মরণ করার আহ্বান জানানো হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *