অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারির দাবি


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। মানববন্ধনে অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করে জারিরও দাবি করা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. খালিদ হোসেনের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন— ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, হাবিবুর রহমান, সাজেদুল ইসলাম রুবেল, মমিনুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

মানববন্ধনে অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, নতুন বাংলাদেশে আইনজীবীরা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। সরকারি আইন কর্মকর্তাগণ হত্যার শিকার হলে ন্যায়বিচার বিঘ্নিত হবে। আইন আদালতের প্রতি সাধারণ জনগণের আস্থা কমে যাবে। তাই অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে।

তিনি আরও বলেন, ইসকন একটি আন্তর্জাতিক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও সম্প্রতি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার দায়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধন শেষে আইনজীবী অধিকার পরিষদ সুপ্রিম কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *